• ঢাকা
  • শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিশ্বনাথে মেলা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৯ পিএম;
জনগণের দোরগোড়ায়,  সেবা পৌঁছে  দিতে,  বিশ্বনাথে মেলা অনুষ্ঠিত
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিশ্বনাথে মেলা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ’র যৌথ আয়োজনে জনগনের দোরগোড়ায় সরকারি সকল সেবা পৌঁছে দিতে দিনব্যাপী ব্যতিক্রমি এক মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার সিংগেরকাছ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৩০ নভেম্বর) সকালে শান্তির প্রতীক কবুতর মুক্ত আকাশে উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়।.

 .

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায়  ১০টি স্টলের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্ব-স্ব দপ্তরের সেবা গ্রহিতাদের সেবা প্রদান করার পাশাপাশি সেবামূলক পরামর্শ প্রদান করেন। মেলায় ‘উপজেলা ভ‚মি, কৃষি, প্রাণীসম্পদ, সমাজসেবা ও পরিবার পরিকল্পনা দপ্তর’ দপ্তর অংশ নেয়। এর পাশাপাশি ন্যায্য মূল্যের দোকান, মুক্তবাজার নামের দুটি স্টলেও সেবা প্রদান করা হয়। এছাড়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।.

 .

উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা নাহিদ নওরীন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না।.

অনুষ্ঠান শেষে বিভিন্ন দপ্তরের সেবা গ্রহিতাদের মধ্যে বিভিন্ন উপকরন বিতরণ করেন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।.

 . .

ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ